Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫,

সীমান্তে বিএসএফের সিসি ক্যামেরা স্থাপন, পতাকা বৈঠকে ক্যামেরা অপসারণের সিদ্ধান্ত

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

ফেব্রুয়ারি ১১, ২০২৫, ০৫:০১ পিএম


সীমান্তে বিএসএফের সিসি ক্যামেরা স্থাপন, পতাকা বৈঠকে ক্যামেরা অপসারণের সিদ্ধান্ত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে বিএসএফ কর্তৃক সিসি টিভি ক্যামেরা স্থাপনের জেরে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিজিবির জোড়ালো অবস্থান ও তীব্র প্রতিবাদের মুখে সীমান্ত থেকে সিসি টিভি ক্যামেরা অপসারণের আশ্বাস দিয়েছে বিএসএফ।

গতকাল (১০ ফেব্রুয়ারি) বিজিবি‍‍`র কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর দিয়াডাংগা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৯৭৮/৯-এস এর নিকটে সীমান্ত শূন্য লাইন হতে ০৫ গজ ভারতের অভ্যন্তরে ঝাকুয়াটারী মসজিদ নামক স্থানে প্রতিপক্ষ ১৬২ বিএসএফ ব্যাটালিয়নের ছোট গাড়লজোড়া ক্যাম্পের সদস্যরা ইউক্যালিপটাস গাছের সাথে বাংলাদেশের দিকে মুখ করে একটি সিসি টিভি ক্যামেরা স্থাপন করে।

বিষয়টি বিজিবির নজরে আসলে কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান প্রতিপক্ষ ১৬২ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডারকে পতাকা বৈঠকের আহ্বান করেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ সকাল ১১.০০ ঘটিকায় ঝাকুয়াটারী মসজিদের নিকটে বাংলাদেশ পার্শ্বে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক  অনুষ্ঠিত হয়।

বৈঠকে ঝাকুয়াটারী মসজিদ ও সিসিটিভি ক্যামেরা বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এসময় ১৬২ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডার শ্রী অনিল কুমার জানান, শূন্য লাইনে নির্মিত ঝাকুয়াটারী মসজিদ এলাকার নিরাপত্তা বিষয়টি বিবেচনা করে বর্ণিত সিসি ক্যামেরাটি স্থাপন করা হয়েছে। প্রতি উত্তরে কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক স্থাপনকৃত সিসি ক্যামেরা স্থাপনের ব্যাপারে জোরালো প্রতিবাদ জানান এবং অবিলম্বে সিসি ক্যামেরা খুলে ফেলার জন্য আহ্বান জানান।

বিজিবির জোরালো অবস্থানের কারণে ১৬২ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার  সিসিটিভি ক্যামেরাটি খুলে ফেলার বিষয় আশ্বস্ত করেন। এছাড়াও পতাকা বৈঠকে ঝাকুয়াটারী মসজিদ এলাকায় শূন্য লাইনে নির্মিত টিনের স্থাপনা খুলে ফেলতে এবং সীমান্তের ১৫০ গজের মধ্যে অবৈধ পাকা স্থাপনা তৈরী না করাসহ উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদির উপর আলোচনা হয়।

বিআরইউ

Link copied!