Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫,

আলী রিয়াজ

শুধু প্রাণের বিনিময়ে বৈষম্য দূর হবে না

পাবনা জেলা প্রতিনিধি

পাবনা জেলা প্রতিনিধি

ফেব্রুয়ারি ১১, ২০২৫, ০৬:০৮ পিএম


শুধু প্রাণের বিনিময়ে বৈষম্য দূর হবে না

যে বৈষম্য চলে আসছে বছরের পর বছর, দশকের পর দশক ধরে, তা শুধু প্রাণের বিনিময়ে দূর হবে না বলে  এমন মন্তব্য করেছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান ও যুক্তরাষ্ট্রের ইলিনয়েস স্টেট ইউনিভার্সিটির ডিষ্টিংগুইশড প্রফেসর আলী রিয়াজ।

১১ ফেব্রুয়ারি মঙ্গলবার  দুপুরে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রফেসর আলী রিয়াজ বলেন, আজকে আমরা যে বৈষম্যের কথা বলছি, যেই আন্দোলনের জন্য মানুষ জীবন দিয়েছে, যে দাবিতে, যে তাগিদে মানুষ প্রাণ দিয়েছে, সেটা আগামীকাল অর্জিত হবে, এটা মনে করার কোনো কারণ নেই। অনেকেই আশাহত হচ্ছেন—এতো প্রাণ গেল, এত কিছু হলো, কিন্তু বৈষম্য তো কমছে না। যে বৈষম্য বছরের পর বছর, যুগের পর যুগ কাঠামোগতভাবে তৈরি হয়েছে, প্রতিষ্ঠান দিয়ে যাকে স্থায়ী করা হয়েছে, তা কেবল প্রাণের বিনিময়ে সবগুলো অবিলম্বে অর্জন করতে পারবো, এটা ভাবার কোনো কারণ নেই।

প্রফেসর আলী রিয়াজ আরও বলেন, তবে আমরা প্রত্যেকে দায়িত্ববোধের দিক থেকে আমাদের আচরণ দিয়ে, জ্ঞান দিয়ে, চর্চা দিয়ে আমরা জ্ঞান অর্জন করতে পারবো। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এস এম আব্দুল-আওয়ালের সভাপতিত্বে আরও বক্তব্য দেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আনোয়ারুল আজিম আখন্দ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ নসরুল্লাহ এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এস এম আব্দুর রাজ্জাক প্রমুখ।


বিআরইউ

Link copied!