Amar Sangbad
ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫,

লংগদুর রাজনগর জোনের অভিযানে অবৈধ কাঠ জব্দ

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি

ফেব্রুয়ারি ১১, ২০২৫, ০৮:৩৯ পিএম


লংগদুর রাজনগর জোনের অভিযানে অবৈধ কাঠ জব্দ

রাঙ্গামাটির লংগদু উপজেলায় বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ চোরাইকৃত অবৈধ গামারী কাঠ জব্দ করা হয়েছে।

মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে, রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার সাদিয়াছড়া নামক স্থানে একদল চোরাকারবারি অনুমোদন বিহীন বন থেকে কাঠ কেটে চোরাচালানের উদ্দেশ্যে একত্রিত করছে বলে খবর আসে।

সংবাদ আসার সাথে সাথে রাজনগর জোন কমান্ডার লে. কর্নেল মো. নাহিদ হাসান, পিএসসি এর নির্দেশনায় সহকারী পরিচালক মো. নাজমুল হোসেন এর নেতৃত্বে ১টি টহল দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে।

চোরাকারবারিরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে কাঠগুলো রেখে উক্ত স্থান হতে দ্রুত পালিয়ে যায়। পরিচালিত অভিযানে উক্ত স্থান হতে ১৪২ সিএফটি অবৈধ গামারী কাঠ জব্দ করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ২ লক্ষ ১৩ হাজার টাকা।

এ ব্যাপারে রাজনগর জোন কমান্ডার জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বতোভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ কাঠ আটক করা হয়েছে। চোরাচালানের বিরুদ্ধে চলমান অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে।

আরএস
 

Link copied!