মাদারীপুর প্রতিনিধি
ফেব্রুয়ারি ১২, ২০২৫, ০৩:৪৪ পিএম
মাদারীপুর প্রতিনিধি
ফেব্রুয়ারি ১২, ২০২৫, ০৩:৪৪ পিএম
আশার প্রয়াত প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মো. সফিকুল হক চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আশা সমন্বিত স্বাস্থ্যকেন্দ্রে ফ্রি মেডিকেল ক্যাম্প ও দোয়া মাহফিলের আয়োজন করে মাদারীপুর আশা’র কর্মকর্তা কর্মচারীরা।
বুধবার সকালে মাদারীপুরের চরমুগরিয়াতে গরিব ও অসহায় শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়েছে।
এ সময় ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগিদের প্রেসক্রিপশন প্রদান, ফিজিওথেরাপি সেবা, ডায়াবেটিস পরীক্ষাসহ বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
আশা সমন্বিত স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. রাজ্জাক আহমদ সৌরভের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মাদারীপুর পৌরসভার মেডিকেল অফিসার ডা. হরষিদ বিশ্বাস।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশা’র জেলা প্রধান মো. সোহেল আহমেদ।
এছাড়া উপস্থিত ছিলেন, আশা মাদারীপুরের রিজিওনাল ম্যানেজার মানিক লাল রাহা ও সিনিয়র ফিজিওথেরাপিস্ট নিরুপম চন্দ্র মন্ডল।
ইএইচ