Amar Sangbad
ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫,

পত্নীতলায় গরু, খাদ্য ও উপকরণ পেলো ১২০ আদিবাসী পরিবার

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি

ফেব্রুয়ারি ১২, ২০২৫, ০৩:৫৮ পিএম


পত্নীতলায় গরু, খাদ্য ও উপকরণ পেলো ১২০ আদিবাসী পরিবার

নওগাঁর পত্নীতলায় জীবন মানোন্নায়নে ক্ষুদ্র নৃগোষ্ঠীর উপকারভোগী ১২০ জন পরিবারের মাঝে একটি বকনা গরু, দানাদার খাদ্য ১০০ কেজি, ভিটামিন, ৫টি ঢেউটিন ও বিভিন্ন উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে।  

বুধবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে সমন্বিত উন্নয়ন প্রকল্পের আওতায় বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার আলীমুজ্জামান মিলন।

এ সময় স্বাগত বক্তব্য দেন- পত্নীতলা উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আশিস কুমার দেবনাথ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- পত্নীতলা উপজেলা মৎস্য কর্মকর্তা রুজিনা পারভীন, পত্নীতলা প্রেস ক্লাবের সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, প্রেস ক্লাবের সহ-সভাপতি আলমগীর কবির, আদিবাসী পরিষদের পত্নীতলা উপজেলা শাখার সভাপতি সুবত উরাও প্রমুখ।

ইএইচ

Link copied!