Amar Sangbad
ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫,

দুর্গাপুরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৭

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

ফেব্রুয়ারি ১২, ২০২৫, ০৪:১০ পিএম


দুর্গাপুরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৭

রাজশাহীর দুর্গাপুরে থানা পুলিশের অভিযানে নাশকতা, মাদক, ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাতে থানা পুলিশের অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিক্তিতে দুর্গাপুর থানার ওসি মো. দুরুল হুদার দিকনির্দেশনায় এসআই রবিউল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তাররা হলেন- নাশকতা ও বিস্ফোরক মামলায় উপজেলার কিশমত হোজা গ্রামের সলেমান আলী (৬০), ঝালুকা গ্রামের আব্দুস ছালাম, জয়নগর ইউপির মাড়িয়া গ্রামের মিঠুন আলী (৩২), জয়নগর গ্রামের মনছুর রহমান (৫০), ফৌজদারি মামলায় গুড়খাঁই গ্রামের আ: কাজি (৪৮), মাদক মামলায় বাজুখলসি গ্রামের শফিকুল ইসলাম (৫৬) ও ওয়ারেন্ট মামলায় মাড়িয়া গ্রামের মকছেদ আলী (৫৫)।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হুদা বলেন, গত মঙ্গলবার দিবাগত রাতে থানা পুলিশের অভিযানে মাদক, ওয়ারেন্টভুক্ত ও ফৌজদারি মামলায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়াও গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যাচেষ্টা-বিস্ফোরণ ঘটিয়ে নাশকতা সৃষ্টির মামলায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়।

আসামিদের বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ইএইচ

Link copied!