রাজবাড়ী প্রতিনিধি
ফেব্রুয়ারি ১২, ২০২৫, ০৪:২২ পিএম
রাজবাড়ী প্রতিনিধি
ফেব্রুয়ারি ১২, ২০২৫, ০৪:২২ পিএম
রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা মামলায় মো. নুরুল ইসলাম (৪৮) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি গোয়ালন্দ ঘাট থানার পশ্চিম উজানচর রিয়াজ উদ্দিন পাড়া গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে এবং উজানচর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য।
বুধবার দুপুরে গোয়ালন্দঘাট থানার গোয়ালন্দ হামিদ মৃধার হাট থেকে গ্রেপ্তার করে থানা পুলিশ।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে মো. নুরুল ইসলামকে গ্রেপ্তার করে। তাকে বুধবার দুপুরে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি বলেন, রাজবাড়ী জেলা পুলিশ গুরুত্বপূর্ণ অপরাধ উদঘাটনে সদা বদ্ধপরিকর। ইতোমধ্যে রাজবাড়ী জেলায় সংঘটিত বিভিন্ন অপরাধ দ্রুততার সাথে উদঘাটন করা হয়েছে।
ইএইচ