Amar Sangbad
ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫,

মির্জাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির শিক্ষা সফর অনুষ্ঠিত

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

ফেব্রুয়ারি ১২, ২০২৫, ০৫:১২ পিএম


মির্জাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির শিক্ষা সফর অনুষ্ঠিত

জীবনের সাথে শিক্ষার সম্পর্ক যেমন নিবিড়, শিক্ষার সাথে সফরের সম্পর্কও তেমনি নিবিড়। তাই সফর শিক্ষার অবিচ্ছেদ্য অঙ্গ। শিক্ষার প্রতিটি ক্ষেত্রেই সফরের গুরুত্ব রয়েছে।

সফরের মাধ্যমে শিক্ষা গ্রহণের লক্ষ্যে মঙ্গলবার বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি মির্জাগঞ্জ উপজেলা শাখার আয়োজনে ‘সমুদ্র সৈকত কুয়াকাটায়’ শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে।

নানা দর্শনীয় স্থান ভ্রমণ ও মনোমুগ্ধকর অনুষ্ঠানের মধ্যদিয়ে দিনব্যাপী শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে।

এ বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মির্জাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রিয়াজুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নিজাম উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতি লিমিটেডের সভাপতি ও সহকারী অধ্যাপক মো. আ. মন্নান লোটাস. সাধারণ সম্পাদক গাজী মশিউর রহমান, প্রভাষক মো. মাহাবুবুর রহমান টুকু, কবি এস.এম. নুরুল হক(প্রভাষক), বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি মির্জাগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন মল্লিক, সাংগঠনিক সম্পাদক এম শামীম আহম্মেদ নাসির প্রমুখ।

মধ্যাহ্নভোজের পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। শিক্ষা সফরে উপজেলা ও ইউনিয়ন শাখার সকল শিক্ষক নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থেকে আনন্দ উপভোগ করেন।

ইএইচ

Link copied!