Amar Sangbad
ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫,

মহম্মদপুরে কৃষক হত্যা মামলার বিচারের দাবিতে মানববন্ধন

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

ফেব্রুয়ারি ১২, ২০২৫, ০৫:৪১ পিএম


মহম্মদপুরে কৃষক হত্যা মামলার বিচারের দাবিতে মানববন্ধন

মাগুরার মহম্মদপুরে মো. আতর লস্কার (৭০) নামের এক কৃষক হত্যা মামলার তদন্ত প্রতিবেদনে কালক্ষেপণ ও খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

আতর লস্কার উপজেলার বিনোদপুর ইউনিয়নের উরুড়া গ্রামের যদন লস্কারের পুত্র।

বুধবার দুপুরে উপজেলার কানুটিয়া বাজারের মহম্মদপুর-মাগুরার সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আয়োজিত মানববন্ধনে নিহত আতর লস্কারের পুত্র উজ্জ্বল লস্কর, স্ত্রী মোছা. কোহিনুর বেগম,স্বজন রাসেল শেখ,লাল মিয়া শেখ,সহ স্থানীয় সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রহমান বলেন, মামলাটি বর্তমানে সিআইডিতে তদন্তাধীন রয়েছে।

ইএইচ

Link copied!