Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫,

চিলমারীতে সংযোগ সড়কে ছয় মাস ধরে নেই মাটি

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

ফেব্রুয়ারি ১২, ২০২৫, ০৫:৫৫ পিএম


চিলমারীতে সংযোগ সড়কে ছয় মাস ধরে নেই মাটি

কুড়িগ্রামের চিলমারীতে একটি ইউড্রেন নির্মাণের ছয় মাস পেরিয়ে গেলেও সংযোগ সড়কে মাটি ভরাট না করায় ভোগান্তি স্বীকার হচ্ছেন পাঁচগ্রামের বাসিন্দা।

জানা গেছে, উপজেলার নয়ারহাট ইউনিয়নের দক্ষিণ খাউরিয়ার চর মৌজায় নূর ইসলামের বাড়ি সংলগ্ন রাস্তায় ইউড্রেন নির্মাণ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ২ লাখ টাকা ব্যয়ে ২০২৩-২৪অর্থ বছরে ইউড্রেনটি নির্মাণ করা হয়েছে। এতে প্রকল্প চেয়ারম্যান ছিলেন নয়ারহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সানোয়ার হোসাইন।

স্থানীয়রা বলেন, ইউড্রেন নির্মাণ শেষ হলেও রাস্তার সাথে সংযোগ না দেয়ায় ৬ মাস ধরে এই পথে যানবাহন নিয়ে যাতায়াত করা যাচ্ছে না। প্রতিদিন প্রায় সহস্রাধিক মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করাসহ শিক্ষার্থীরা স্কুল ও কলেজে যাতায়াত করে। বর্তমানে ছয় মাস ধরে ইউড্রেনের সাথে রাস্তার সংযোগে মাটি ভরাট না করায় ভোগান্তিতে পড়ছেন বিভিন্ন যানবাহন ও গ্রামবাসীরা।
ইউপি সদস্য ও প্রকল্প চেয়ারম্যান সানোয়ার হোসাইন বলেন, জুনের আগে কাজ শেষ হয়েছে। কিন্তু এরপর বন্যার কারণের মাটি দেয়া হয়নি। বন্যা-বৃষ্টি নেই এখন মাটি ভরাট করে দেয়া হবে।

ইএইচ

Link copied!