রাউজান প্রতিনিধি
ফেব্রুয়ারি ১২, ২০২৫, ০৬:১১ পিএম
রাউজান প্রতিনিধি
ফেব্রুয়ারি ১২, ২০২৫, ০৬:১১ পিএম
দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাকৃতিক মৎস্য ক্ষেত্র ও মৎস্য অভয়ারণ্য হালদা নদী হতে আবারও বিলুপ্তপ্রায় গাঙ্গেয় প্রজাতির মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে।
বুধবার বেলা দেড়টার দিকে উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের হালদা নদীর শাখাখাল কাগতিয়া খালের মজিদাপাড়া পার্শ্ববর্তী খাল থেকে ১৫ কেজি ওজনের ৫ ফুট দৈর্ঘ্যের মৃত ডলফিনটি উদ্ধার করেন স্থানীয় লোকজন।
উদ্ধার হওয়া মৃত ডলফিনের শরীরে আঘাতজনিত চিহ্ন ছিল। এটি নদীর বিভিন্ন পয়েন্ট থেকে উদ্ধার হওয়া ৪৫তম মৃত বিলুপ্তপ্রায় গাঙ্গেয় প্রজাতির ডলফিন।
স্থানীয় রোসাঙ্গীর আলম নামের এক ব্যক্তি জানান, সকালে কাগতিয়া খালে জোয়ারের পানিতে মৃত ডলফিন ভাসতে দেখেন স্থানীয় লোকজন। এ সময় রোসাঙ্গীর আলমসহ কয়েকজন স্বেচ্ছাসেবী মৃত ডলফিনটি উদ্ধার করে আজিমের ঘাট এলাকায় নিয়ে আসেন।
সংবাদ পেয়ে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আলমগীর হোসেন ও নৌ পুলিশের একটি টিম সেখানে ছুটে যান।
পরে সিনিয়র মৎস্য অফিসারের উপস্থিতিতে স্থানীয় স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় মৃত ডলফিনটি মাটিচাপা দেয়া হয়।
এ বিষয়ে হালদা গবেষক ও চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের জীববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম বলেন, বুধবার রাউজান উপজেলার হালদা নদীর শাখা কাগতিয়া খালে ভেসে যাওয়ার সময় একটি গাঙ্গেয় প্রজাতির মৃত ডলফিন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মৃত ডলফিনটির দৈর্ঘ্য প্রায় ৫ ফুট ও ওজন প্রায় ১৫ কেজি। ডলফিনটি পঁচে যাওয়ায় রাউজান উপজেলা প্রশাসনের উদ্যোগে মৃত ডলফিনটিকে মাটি চাপা দেওয়া হয়। এই নিয়ে হালদা নদী থেকে উদ্ধার করা মৃত ডলফিনের সংখ্যা ৪৫টি।
ইএইচ