Amar Sangbad
ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫,

শিবচরে বিএনপির জনসভা

শিবচর প্রতিনিধি

শিবচর প্রতিনিধি

ফেব্রুয়ারি ১২, ২০২৫, ০৬:১৮ পিএম


শিবচরে বিএনপির জনসভা

মাদারীপুর শিবচর ভান্ডারী কান্দি ইউনিয়নের ক্রোকচর বাজারে বীর মুক্তিযোদ্ধা এনামুল হক চাঁন মিয়া মাদবরের সভাপতিত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জনসভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন শিবচরের উপজেলা বিএনপির আহ্বায়ক কামাল জামান নুরুদ্দিন মোল্লা।

বুধবার হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে এ জনসভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন- শিবচর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাজাহান (সাজু) মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হুদা খান সেলিম, শিবচর পৌরসভা বিএনপি’র সাধারণ সম্পাদক (সাবেক) শাহাদাত কমিশনার, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম (শহিদ চেয়ারম্যান), যুবদল নেতা কাজী খোকন প্রমুখ।

এ সময় কামাল জামান নুরুদ্দিন মোল্লা বলেন, আওয়ামী সরকারের বিচার এই বাংলার মাটিতেই হবে। বাংলার মানুষ খুব শীঘ্রই তা দেখতে পাবে। 
তিনি বলেন, এ ভান্ডারী কান্দি ইউনিয়নের একটি সেতুর কাজ আগামী মাসেই শুরু হবে। আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন করে আসছি।

ইএইচ

Link copied!