কুড়িগ্রাম প্রতিনিধি
ফেব্রুয়ারি ১২, ২০২৫, ০৭:৩৯ পিএম
কুড়িগ্রাম প্রতিনিধি
ফেব্রুয়ারি ১২, ২০২৫, ০৭:৩৯ পিএম
কুড়িগ্রামে গ্রামীণ জনপদ ও মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে দারিদ্র্য বিমোচন পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে সোশাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) উদ্যোগে স্টোক হোল্ডার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় উপজেলা পর্যায়ে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
বুধবার দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদা পারভীন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মো. আরিফুল ইসলাম সহকারী কমিশনার (ভূমি), মোছা. নাহিদা আফরিন সদর উপজেলা কৃষি কর্মকর্তা, মো. আলম আকবর আঞ্চলিক ব্যবস্থাপক (সিএফ এন্ড লাইভলিহুড), মো. রাজু আহমেদ, আঞ্চলিক ব্যবস্থাপক (নির্মাণ ও পরিবেশ) মো. শহিদুল ইসলাম জেলা ব্যবস্থাপক এসডিএফ কুড়িগ্রাম, মোছা. জান্নাতুল ফেরদৌসী জেলা কর্মকর্তা (যুব ও কর্মসংস্থান এবং ভারপ্রাপ্ত জীবিকায়ন) এসডিএফ, মো. মাহবুবুর রহমান সাবেক ইউপি চেয়ারম্যান বেলগাছা ইউপি, মো. হাফিজার রহমান বেলগাছা ক্লাস্টার এসডিএফ প্রমুখ।
ইএইচ