Amar Sangbad
ঢাকা সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫,

বাঞ্ছারামপুরে বেপরোয়া ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্কুল শিক্ষিকার

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ফেব্রুয়ারি ১৩, ২০২৫, ১১:৪৯ এএম


বাঞ্ছারামপুরে বেপরোয়া ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্কুল শিক্ষিকার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বেপরোয়া ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ফারহানা ইয়াসমিন শিল্পী (৪৬) নামের এক স্কুল শিক্ষিকার।

বুধবার সন্ধ্যায় ৬টার দিকে উপজেলার বটতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ওই স্কুল শিক্ষিকা বাঞ্ছারামপুর এস এম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক। তিনি বাঞ্ছারামপুর উপজেলার খোশকান্দি মৃত মোহাম্মদ শাজাহান আলমের স্ত্রী। নিহত ফারহানা ইয়াসমিন শিল্পী দুই সন্তানের জননী।

জানা গেছে, ওই শিক্ষিকা তার এক আত্মীয়র সাথে মোটরসাইকেল যোগে বাঞ্ছারামপুর আসার পথে বাঞ্ছারামপুর হোমনা সড়কের বটতলী মোড়ে আসলে দ্রুতগামী ট্রাকের ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে ফারহানা শিল্পী। এ সময় তাকে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বাঞ্ছারামপুর সরকারি এস এম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান বলেন, আমি শুনেছি ফারহানা ইয়াসমিন শিল্পী বাড়ি ফেরার পথে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন। বিষয়টি অত্যন্ত মর্মান্তিক আমাদের বিদ্যালয় তার মতো একজন মেধাবী শিক্ষককে হারিয়ে গভীর শোকাহত।

এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোরশেদুল আলম চৌধুরী বলেন, নিহতের পরিবারের কোনো অভিযোগ নেই। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিয়ে গেছেন স্বজনরা।

ইএইচ/বিআরইউ

Link copied!