Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫,

অপারেশন ডেভিল হান্ট: শালিখায় ব্যাপক অস্ত্রসহ গ্রেপ্তার-১

শালিখা (মাগুরা) প্রতিনিধি:

শালিখা (মাগুরা) প্রতিনিধি:

ফেব্রুয়ারি ১৩, ২০২৫, ০১:০৬ পিএম


অপারেশন ডেভিল হান্ট: শালিখায় ব্যাপক অস্ত্রসহ গ্রেপ্তার-১

মাগুরার শালিখা উপজেলায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে ১টি এক নালা বন্দুক, এক রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র সহ একজন তেল ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল দশটায় যৌথ বাহিনী এ তথ্য জানিয়েছেন।

এর আগে ১২ ফেব্রুয়ারি ভোর চারটায় মাগুরার শালিখা থানার তিলখড়ি গ্রামের ইব্রাহিম কাজীর পুত্র  আল আমিন কাজীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় ১টি একনালা বন্দুক, ১৪টি ধারালো অস্ত্র, ৪টি ঢাল তার বাড়ি থেকে উদ্ধার করে। তার বিরুদ্ধে দেশকে অস্থিতিশীল করার জন্য এলাকায় ত্রাস সৃষ্টি, ভয়ভীতি ও আধিপত্য বিস্তারের চেষ্টা করার অভিযোগ রয়েছে।

গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়াধীন রয়েছে।সেই সাথে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

বিআরইউ

Link copied!