ভোলা প্রতিনিধি:
ফেব্রুয়ারি ১৩, ২০২৫, ০২:০১ পিএম
ভোলা প্রতিনিধি:
ফেব্রুয়ারি ১৩, ২০২৫, ০২:০১ পিএম
২৭ মামলার আসামী, চাঁদাবাজ, দুর্ধর্ষ সন্ত্রাসী ও সদর মডেল থানার হত্যা চেষ্টাসহ চাঁদাবাজি মামলার এজাহারনামীয় অন্যতম পলাতক আসামি মো. বাদশা (৪৫) কে অভিযান চালিয়ে আটক করে র্যাব।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে র্যাব-৮, সিপিএসসি, ভোলা ক্যাম্প কমান্ডার শাহরিয়ার রিফাত অভি গণমাধ্যম কে এ তথ্য জানান ।
র্যাব জানায়, আসামি বাদশার বিরুদ্ধে ভোলা জেলার সদর ও দৌলতখান থানায় সর্বমোট ২৭ মামলা রয়েছে, যাহার মধ্যে চাঁদাবাজির মামলা ১০ টি, হত্যার চেষ্টাসহ মারামারির মামলা ০৯ টি, মাদক মামলা ০২ টি, অস্ত্র মামলা ০১ টি, হত্যা মামলা ০১ টি, ধর্ষণ ও গণধর্ষণ মামলা ০৪ টি।
এরই প্রেক্ষিতে আসামি সনাক্তপূর্বক ভোলা র্যাব ক্যাম্প কর্তৃক দুঃসাহসিক এক অভিযান পরিচালনা করে জেলার সদর থানার এলাকার পূর্ব ইলিশা ইউনিয়ন থেকে আজ ভোর রাতের দিকে আটক করা হয়। আটককৃত বাদশা সদর উপজেলার গুপ্তমুন্সি ৮ নং ওয়ার্ডের মৃত দাইমুদ্দিনের ছেলে।
উক্ত আসামিকে ভোলা সদর থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
বিআরইউ