Amar Sangbad
ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫,

বীরগঞ্জে রাস্তায় আলু ফেলে চাষিদের প্রতিবাদ

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৩, ২০২৫, ০৩:৪৯ পিএম


বীরগঞ্জে রাস্তায় আলু ফেলে চাষিদের প্রতিবাদ

দিনাজপুরের বীরগঞ্জে পাঁচ দফা দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন আলুচাষি ও আলু ব্যবসায়ীরা।

বীরগঞ্জের শহিদ মিনার চত্বরে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় আলু চাষি ও ব্যবসায়ী সমিতির আয়োজনে হঠাৎ কোল্ড স্টোরেজে ভাড়া বাড়ানোর প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পরে তারা আলু ফেলে দিয়ে ঢাকা-পঞ্চগড় মহাসড়ক অবরোধ করে। কৃষকেরা ২ ঘণ্টাব্যাপী রাস্তায় আলু ঢেলে সড়ক অবরোধ করে রাখেন।

সংবাদ পেয়ে বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহি, বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর ঘটনাস্থলে এসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সমস্যা সমাধানের আশ্বাস দিলে আন্দোলনকারীরা সড়ক অবরোধ প্রত্যাহার করে নেন।

আলু চাষি ও ব্যবসায়ী সমিতি সভাপতি আব্দুল মালেক মানববন্ধনে জানান, গত কয়েকবছর থেকে তারা আলু সংরক্ষণে নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। এতে করে আলু চাষি ও ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয়ে পুঁজি হারিয়েছেন। তাই, গত দুই বছরে আলু উৎপাদনে আলু চাষিরা আলু চাষ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন, ফলে দেশে আলুর ঘাটতি দেখা যায় এবং আলুর দাম অনেক বেড়ে ভোক্তার নাগালের বাহিরে চলে যায়। চলতি মৌসুমে আলু উৎপাদনের জন্য আলু চাষিরা বেশি দামে জমি লিজ নিয়ে বীজ আলু এবং সার কিনে আলু আবাদ করেছেন। চলতি মৌসুমে আলু আবাদ বেশি হওয়ায় হিমাগার মালিকরা আলু সংরক্ষণে ভাড়া বাড়ানোর দুরভিসন্ধি করছেন। বাধ্য হয়ে তারা রাস্তায় নেমেছেন।

মানববন্ধনে বক্তব্য দেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন ধলু, সাবেক ইউপি সদস্য আনসারুল ইসলাম, কৃষক শফিকুল ইসলাম প্রমুখ।

ইএইচ

Link copied!