Amar Sangbad
ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫,

অসহায়দের স্বাবলম্বী করতে বিজিবির হাঁসের খামার প্রদান

লংগদু প্রতিনিধি

লংগদু প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৩, ২০২৫, ০৪:১২ পিএম


অসহায়দের স্বাবলম্বী করতে বিজিবির হাঁসের খামার প্রদান

পাহাড়ি জেলা রাঙামাটির লংগদুতে বর্ডার গার্ড বাংলাদেশের সামাজিক উন্নয়ন ও মানবিক সহায়তার ধারাবাহিকতায় তিনটি অসহায় দরিদ্র পরিবারকে স্বাবলম্বী করতে হাঁস, হাঁসের শেড, খাদ্য ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করেছে রাজনগর ৩৭ বিজিবি জোন।

বৃহস্পতিবার বিজিবি জোনের উদ্যোগে রাঙামাটি সেনা রিজিয়নের দিকনির্দেশনায় ও জোন অধিনায়ক লে. কর্নেল নাহিদ হাসানের সার্বিক তত্ত্বাবধানে এ সহায়তা প্রদান করা হয়।

সহকারী পরিচালক নাজমুল হোসেন জোনের অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে উপস্থিত থেকে তিনটি পরিবারের মাঝে পঞ্চাশটি করে হাঁস, হাঁসের শেড, খাদ্য ও ওষুধ সামগ্রী হস্তান্তর করেন।

জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ হাসান বলেন, ‘দুর্গম পাহাড়ে বসবাসরত দরিদ্র পরিবারগুলোর পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা চাই, তারা যেন স্বাবলম্বী হতে পারে এবং দারিদ্র্যতা থেকে মুক্তি পায়।ভবিষ্যতেও এমন মানবিক সহায়তা অব্যাহত থাকবে।’

সহায়তা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন উপকারভোগী পরিবার।

তারা বলেন, বিজিবির এই উদ্যোগ তাদের জীবনে নতুন আশার আলো দেখিয়েছে। হাঁস পালনের মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবো।

রাজনগর ৩৭ বিজিবি জোন সূত্রে জানা গেছে, পাহাড়ে বসবাসকারী পাহাড়ি বাঙালি সম্প্রদায়ের দরিদ্র পরিবারগুলোকে স্বাবলম্বী করতে বর্ডার গার্ড বাংলাদেশ নিয়মিত এ ধরনের উদ্যোগ গ্রহণ করে যাচ্ছে। বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরি করে আর্থিক সচ্ছলতা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।

বিজিবির এমন মানবিক উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসিত হয়েছে এবং ভবিষ্যতে আরও পরিবারকে এভাবে সহায়তা করার আহ্বান জানান স্থানীয় সচেতন নাগরিক।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান, কারবারীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইএইচ

Link copied!