Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫,

কর্মসূচি সফল করার লক্ষ্য হবিগঞ্জে কেন্দ্রীয় নেতৃবৃন্দের পরামর্শ সভা

মীর মো. আব্দুল কাদির, হবিগঞ্জ

মীর মো. আব্দুল কাদির, হবিগঞ্জ

ফেব্রুয়ারি ১৩, ২০২৫, ০৪:৪৪ পিএম


কর্মসূচি সফল করার লক্ষ্য হবিগঞ্জে কেন্দ্রীয় নেতৃবৃন্দের পরামর্শ সভা

আগামী ১৮ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি সফল করার লক্ষ্যে হবিগঞ্জ জেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ জেলা বিএনপির শায়েস্তানগর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

পরামর্শ সভায় উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহম্মদ আলী মুকিব, কেন্দ্রীয় নেতা (নবীগঞ্জ-বাহুবল) আসনের নির্বাচিত সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এম সুজাত মিয়া, হবিগঞ্জ বারের আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মো. সামছু মিয়া চৌধুরী, বিএনপি নেতা বীর মুক্তি যোদ্ধা গোলাম মোস্তফা রফিক, জেলা যুবদলের সভাপতি জালাল আহমেদ, জেলা ছাত্র দলের সভাপতি শাহ রাজিব আহমেদ লিংকন,সেক্রেটারি জিল্লুর রহমান, রুবেল আহমেদ, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বাবুল, হবিগঞ্জ জেলা থেকে আগত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জি কে গউছ।

পরামর্শ সভায় নেতৃবৃন্দরা বক্তব্য দেন।

ইএইচ

Link copied!