তাহিরপুর প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৩, ২০২৫, ০৪:৪৭ পিএম
তাহিরপুর প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৩, ২০২৫, ০৪:৪৭ পিএম
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নে কমিউনিটি ক্লিনিকের পরিষেবার উন্নতিতে ইউনিয়ন পরিষদের ভূমিকাকে জোরদারকরণে সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় ইউনিয়ন পরিষদের হলরুমে এফআইভিডিবি উইমেন লেড ক্লাইমেট রেজিলিয়েন্স প্রকল্পের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুনাব আলীর সভাপতিত্বে ও প্রকল্পের ইউনিয়ন মবিলাইজার ফয়সল আহমদের সঞ্চালনায় সভায় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আলমগীর হোসেন, ইউনিয়নের পরিবার পরিকল্পনার পরিদর্শক টিটু বিশ্বাস, ইউনিয়নের ৭, ৮, ও ৯ নং ওয়ার্ডের স্বাস্থ্য সহকারী গোপেষ তালুকদার, ইউনিয়নের দুইটি কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি), কমিউনিটি গ্রুপ (সিজি) ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকের কি কি সমস্যাগুলো রয়েছে এবং সেগুলো কীভাবে সমাধান করা যায় এবিষয়ে আলোচনা করা হয়।
ইএইচ