Amar Sangbad
ঢাকা শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫,

বাল্য বিবাহের ঝুঁকিতে থাকা কিশোরী পরিবারের অভিভাবকদের প্রশিক্ষণ

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৩, ২০২৫, ০৪:৫৮ পিএম


বাল্য বিবাহের ঝুঁকিতে থাকা কিশোরী পরিবারের অভিভাবকদের প্রশিক্ষণ

কুড়িগ্রামে বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা কিশোরী পরিবারের অভিভাবকদের দ্রুত আয় বৃদ্ধিমূলক ব্যবসা শুরু ও উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

১০ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি কুড়িগ্রামের কাঁঠালবাড়ী ইউনিয়ন ফেডারেশনে অনুষ্ঠিত প্রশিক্ষণে ২৫ জন অভিভাবক অংশ নেয়।

বৃহস্পতিবার দুপুরে সমাপনী দিনে অনুষ্ঠানে অংশ নিয়ে প্রশিক্ষণার্থী অভিভাবকদের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য দেন, কুড়িগ্রাম টেলিভিশন সাংবাদিক ফোরামের সদস্য সচিব এসএম আশরাফুল হক রুবেল, মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন অফিসার সিএনপি প্রকল্প মো. মিনহাজুল ইসলাম, এফএফ শহিদুল ইসলাম, এফ এফ নুর ইসলাম, এফ এফ মোছা. বিবিজন খাতুন, এফ এফ রোমানা খাতুন ও এফএফ সাবরিনা জাহান।

এছাড়া ৪ দিনব্যাপী এ প্রশিক্ষণে কুড়িগ্রাম সদরের যাত্রাপুর এবং ৬ উপজেলায় মোট ১২৫ জন এই প্রশিক্ষণে অংশ নেয়।

দাতা সংস্থা এনআরকে টেলিথন নরওয়ে ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরি সহায়তায় আরডি আরএস বাংলাদেশের বাস্তবায়নে, চাইল্ড নট ব্রাইড সিএনবি প্রকল্পের আওতায় অংশগ্রহণকারী নারী ও পুরুষ অভিভাবককে ১৮ বছরের নিচে কোন কিশোরীকে যাতে বিয়ে না দেয় এ জন্য আয় বৃদ্ধির জন্য এককালীন ১৭ হাজার করে টাকা প্রদান করা হয়।

দ্রুত আয় বৃদ্ধিমূলক এ প্রশিক্ষণের মাধ্যমে অভিভাবকরা অর্থনৈতিক সহায়তা গ্রহণের মাধ্যমে বসতবাড়িতে বিভিন্ন সিজনে সবজি চাষ, হাঁস-মুরগি পালন, মুদি দোকান, মোবাইল ব্যবসা, টেইলারিংসহ আয়মূলক ব্যবসার লাভের মাধ্যমে বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা কিশোরীর পড়াশুনাসহ বিভিন্ন খরচ মিটাবে।

ইএইচ

Link copied!