Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫,

টাঙ্গাইলে এলজিইডির ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৩, ২০২৫, ০৫:৩৪ পিএম


টাঙ্গাইলে এলজিইডির ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

টাঙ্গাইল এলজিইডি ক্যাম্পাসে দপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী প্রয়াত কামরুল ইসলাম সিদ্দিক ব্যাডমিন্টন টুর্নামেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বুধবার রাতে টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক প্রধান অতিথি হিসেবে ওই পুরস্কার বিতরণ করেন।

টাঙ্গাইল এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্যাহ আল মামুন, জেলা প্রশাসকের কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, টাঙ্গাইল এলজিইডি ও ১২টি উপজেলা এলজিইডির কর্মকর্তা এবং এলজিইডির কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে টাঙ্গাইল এলজিইডি ক্যাম্পাসে কামরুল ইসলাম সিদ্দিক ব্যাডমিন্টন টুর্নামেন্টের সেমিফাইনালে উত্তীর্ণদের মাঝে এদিন রাতে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

সেমিফাইনালে নির্বাচিত সিনিয়র দল ও জুনিয়র দলের মাঝে অনুষ্ঠিত ফাইনাল খেলায় অংশ নেন- সিনিয়র সহকারী প্রকৌশলী আব্দুস শাকের ও সহকারী প্রকৌশলী সাকিব উল হাফিজ বনাম উপ-সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল শাকের ও কার্যসহকারী সাকিবুল হাসান।

টুর্নামেন্টের ব্যাপক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় ২১-১৯ পয়েন্টে সিনিয়র দলকে জুনিয়র দল পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। পরে অতিথিরা বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।

উল্লেখ্য, টাঙ্গাইল এলজিইডির আয়োজনে জেলার ১২টি উপজেলা এবং নির্বাহী প্রকৌশলীর দপ্তরের ৪৮ জন কর্মকর্তা-কর্মচারী পৃথক চারটি গ্রুপে বিভক্ত হয়ে কামরুল ইসলাম সিদ্দিক ব্যাডমিন্টন টুর্নামেন্টের ২৪টি খেলায় অংশগ্রহণ করেন।

গত ২৯ জানুয়ারি শুরু হওয়া টুর্নামেন্টে গ্রুপ বিজয়ী খেলোয়াড়দের মধ্যে সেমিফাইনাল শেষে বুধবার রাতে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ইএইচ

Link copied!