রাজবাড়ী প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৩, ২০২৫, ০৬:১৭ পিএম
রাজবাড়ী প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৩, ২০২৫, ০৬:১৭ পিএম
রাজবাড়ী জেলা বিএনপির ২ বারের সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য হারুন অর রশীদ হারুনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি।
বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. কামরুল আলম।
লিখিত বক্তব্যে তিনি বলেন, রাজবাড়ী জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য হারুন অর রশীদ হারুন আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে রাজবাড়ী জেলা বিএনপিকে সুসংগঠিত করে রেখেছেন। ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের দোসরদের হামলা-মামলা, ভয়ভীতি উপেক্ষা করে মাঠে নেতাকর্মীদের সাথে থেকে কাজ করে যাচ্ছেন। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহলের নানা ষড়যন্ত্রের অংশ হিসেবে সাম্প্রতিক সময়ে হারুন অর রশীদ সাহেবের একটি বক্তব্যের খণ্ডিত ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যারা এ কাজটি করেছেন এটা চরম নিন্দনীয় ও ঘৃণিত।
বলেন, একটি কুচক্রী মহল সুপরিকল্পিত ও উদ্দেশ্যমূলকভাবে বিএনপি’র দুঃসময়ের কাণ্ডারি ও গ্রহণযোগ্য একজন নেতাকে বিতর্কিত করার অপচেষ্টা হিসেবে এরূপ বিভ্রান্তিকর ভিডিও ছড়িয়ে তার চরিত্র হননের অপকৌশল অবলম্বন করেছেন। রাজবাড়ী জেলা বিএনপি’র একজন পরীক্ষিত নেতা হিসেবে হারুন অর রশীদের ব্যক্তিগত ও রাজনৈতিক কর্মকাণ্ড এ অঞ্চলের মানুষের অজানা নয়। একজন পরিচ্ছন্ন রাজনৈতিক নেতা হিসেবে দীর্ঘদিন কর্মকান্ড পরিচালনা করার পরও ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা তার বক্তব্যের ভুল ব্যাখ্যা ও খণ্ডিত ভিডিও চিত্র দিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের যে অপচেষ্টা চালিয়েছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি আরও বলেন, আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে উল্লেখ করছি যে, রাজবাড়ী জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ হারুন গত ২২ জানুয়ারি কালুখালী উপজেলার সোনাপুর মোড়স্থ বিএনপি কার্যালয়ে আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬টার সময় তৃণমূল নেতাকর্মীদেরকে একতাবদ্ধ থাকার জন্য ও কোনোভাবেই যেনো ফ্যাসিস্টদের কোন লোক বর্তমান প্রেক্ষাপটকে ব্যবহার করে দলের কোন সুনাম নষ্ট না করতে পারে, সেজন্য বলেছেন,আমাদের যে সকল নেতাকর্মী বৈধ, আইনসিদ্ধ ও ন্যায় সঙ্গতভাবে ব্যবসা বাণিজ্য করছেন, সেটাতে অবশ্যই যেন আমাদের তৃণমূল নেতাকর্মীরা যারা বিগত দিনে দলের জন্য নিবেদিত হয়ে কাজ করেছেন ও পতিত সরকারের অন্যায় ও নির্যাতন সহ্য করেছেন, তারা এখনো ডাল ভাত খেয়েই রয়েছেন, তারা যেন আপনাদের বৈধ ব্যবসা থেকে বঞ্চিত না হন। আপনাদের ব্যবসার মুনাফার একটা অংশ যেন তৃণমূল কর্মী পায়, তারা যদি ওই ব্যবসা থেকে ১ টা হাজার টাকাও পান, তিনি ওইদিন ১ কেজি মাংস কিনেও যদি পরিবার পরিজন নিয়ে খেতে পারেন, তাহলেও আমাদের অনেক শান্তি। যদি একা একা খেতে চান তাহলে আল্লাহও সহ্য করবে না।
এ সময় রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, জেলা বিএনপি’র অন্যতম যুগ্ম আহ্বায়ক ও রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র তোফাজ্জেল হোসেন মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম.এ খালেদ পাভেল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজবাড়ী জেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, রাজবাড়ী জেলা যুবদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার আমিনুর রহমান ঝন্টু, রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, জেলা জাসাসের আহ্বায়ক আশরাফুল আলমসহ জেলা, উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইএইচ