Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫,

সমাবেশ সফল করার লক্ষ্যে নেত্রকোণায় জেলা বিএনপির সভা

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

ফেব্রুয়ারি ১৩, ২০২৫, ০৭:৩৭ পিএম


সমাবেশ সফল করার লক্ষ্যে নেত্রকোণায় জেলা বিএনপির সভা

আগামী ১৭ ফেব্রুয়ারি নেত্রকোণা জেলা বিএনপির সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৪টায় ছোট বাজারস্থ দলীয় কার্যালয়ে নেত্রকোণা জেলা বিএনপি এ প্রস্তুতি সভার আয়োজন করে।

নেত্রকোণা জেলা বিএনপির আহ্বায়ক বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হকের সভাপতিত্বে সদস্য সচিব ড. মো. রফিকুল ইসলাম হিলালীর সঞ্চালনায় প্রস্তুতি সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, নেত্রকোণা জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, জেলা বিএনপি সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান নূরু, জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাহফুজুল হক, জেলা বিএনপি সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তালুকদার, জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আমিনুল হক খান মুকুল, তাজেজুল ইসলাম ফারাস সুজাত, বজলুর রহমান পাঠান, এস এম মনিরুজ্জামান দুদু, সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা, জেলা বিএনপি সাবেক সহ সভাপতি ইমরান খান চৌধুরী, জেলা কৃষক দলের সভাপতি মো. সালাহ্উদ্দিন খান মিল্কী, নেত্রকোণা জেলা বিএনপির সদস্য কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন ভূইয়া দুলাল, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ রানা চৌধুরী, জেলা বিএনপি সদস্য ইসলাম উদ্দিন খান চঞ্চল, নূরুল হক তালুকদার ইমরান, আব্দুল কদ্দুস ফকির, কাওসার আহমেদ, মোহনগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সেলিম কার্নায়েল, কলমাকান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল খায়ের, আটপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক মাসুম চৌধুরী, পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আলম তালুকদার, বারহাট্টা উপজেলা বিএনপির আহ্বায়ক মোস্তাক আহমেদ, মদন উপজেলা বিএনপির সভাপতি, চাঁনগাও ইউপি চেয়ারম্যান এন আলম, খালিয়াজুড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান কেষ্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্না, জেলা শ্রমিক দলের সভাপতি আকিকুর রেজা খান খোকন, জেলা মহিলা দলের নেত্রী রেহানা আক্তার, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনীক মাহবুব চৌধুরী প্রমুখ।

সভায় আগত বেশির ভাগ নেতৃবৃন্দ আগামী ১৭ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিতব্য নেত্রকোণা জেলা বিএনপির সমাবেশ সফল করার জন্য সর্বস্তরের দলীয় নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

ইএই

Link copied!