Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫,

মাওলানা আব্দুল্লাহ আল আমিন

রমজান শুধু রহমতের নয়, জেহাদেরও মাস

অভয়নগর (যশোর) প্রতিনিধি

অভয়নগর (যশোর) প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৩, ২০২৫, ০৯:১০ পিএম


রমজান শুধু রহমতের নয়, জেহাদেরও মাস

বাংলাদেশের সাড়া জাগানো ইসলামিক স্কলার মাওলানা আব্দুল্লাহ আল আমিন বলেছেন, মাহে রমজান যেমন রহমত মাগফেরাত নাজাতের মাস, ঠিক তেমনি এটি জেহাদেরও মাস। এ মাসে হজরত মোহাম্মাদ (সা.) কাফেরদের মোকাবেলায় সাহাবিদের নিয়ে জেহাদ করেছেন। তাই রমজান মাসে রোজা রাখা যেমন ফরজ ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য রোজা ভেঙে ফেলাও ঠিক তেমন ফরজ।

বৃহস্পতিবার দুপুরে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া জুটা মিলস্ স্কুল ময়দানে তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে তিনি একথা বলেন।

শবে বরাত ও রমজানের গুরুত্ব আলোচনা করতে গিয়ে তিনি বলেন, মুসলিমরা কখনো পরশ্রীকাতর, হিংসুক ও বেনামাজি হতে পারে না। সবাইকে সংযমী হওয়ার আহ্বান জানান তিনি।

উপজেলার পায়রা ইসলামীয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ ড. মোহাম্মাদ আব্দুল মালেকের সভাপতিত্বে বিশেষ বক্তার বক্তব্য দেন- মাওলানা হারুন অর রশিদ, হাফেজ মাওলানা বদরুজ্জামান রফিকি।

এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিশ্বাস ট্রেডিংয়ের ব্যবস্থাপনা পরিচালক জিয়াউর রহমান বিশ্বাস, সরকার গ্রুপের প্রতিনিধি রাজু আহমেদ ও বিশিষ্ট সমাজসেবক নাসির উদ্দিন।

সার্বিক তত্বাবাধানে ছিলেন বিশিষ্ট রাজনীতিবীদ আলম মোল্যা।

ইএইচ

Link copied!