কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৩, ২০২৫, ০৯:২৭ পিএম
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৩, ২০২৫, ০৯:২৭ পিএম
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শফিপুরে মাহমুদ ডেনিমস রোডে অবস্থিত খাজা বদরুদদোজা সাউথ ব্রিজ স্কুলে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে আয়োজিত এ অনুষ্ঠানে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের অনন্য পরিচয় তুলে ধরা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাজা বদরুদদোজা মডার্ন হাসপাতালের চেয়ারম্যান ডা. রুমা আক্তার।
পৃষ্ঠপোষকতা করেন খাজা বদরুদদোজা সাউথ ব্রিজ স্কুলের অদক্ষ মো. রহুল আমিন মারুফ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খাজা বদরুদদোজা সাউথ ব্রিজ স্কুলের সভাপতি ও খাজা বদরুদদোজা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. বখতিয়ার।
এছাড়াও অনুষ্ঠানে ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা অংশগ্রহণ করেন।
পিঠা উৎসবে বিভিন্ন রকমের ঐতিহ্যবাহী পিঠার সমাহার ছিল, যা শিক্ষার্থীরা উপভোগ করে। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ, গান ও আবৃত্তি পরিবেশন করা হয়।
ইএইচ