Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৪ মার্চ, ২০২৫,

তুরাগ তীরের ইজতেমায় ৪৯ দেশের মেহমান

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ১৫, ২০২৫, ১২:২৪ পিএম


তুরাগ তীরের ইজতেমায় ৪৯ দেশের মেহমান

টঙ্গীর তুরাগ নদের তীরে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এতে ৪৯টি দেশের ১৪৪৯ জন বিদেশি মুসল্লি অংশগ্রহণ করেছেন।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে তারা ময়দানে উপস্থিত হয়েছেন বলে নিশ্চিত করেছেন আয়োজক কমিটির মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম।

গণমাধ্যমকে তিনি বলেন, শুক্রবার রাত ১০টা পর্যন্ত ৪৯টি দেশের ১৪৪৯ জন বিদেশি মুসল্লির নাম এন্ট্রি হয়েছে। তবে বিদেশি মেহমানদের আগমন এখনও চলমান রয়েছে।

এদিকে, বিশ্ব ইজতেমায় বিদেশি মেহমানদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে ইজতেমা প্রশাসন। বিদেশি মেহমানদের খিত্তাকে ঘিরে বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

বিদেশি খিত্তার পাশে পুলিশ র‌্যাবসহ সব বাহিনীর উপ-নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে। এ ছাড়া আগত বিদেশি মেহমানদের থাকা-খাওয়া, যাওয়াত ও ভ্রমণের ওপর নজরদারি বাড়ানো হয়েছে।

টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবিবুর রহমান গণমাধ্যমকে বলেন, বিদেশি মেহমানদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

প্রসঙ্গত, ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি শূরায়ে নেজামের (জুবায়েরপন্থি) ইজতেমা সম্পন্ন হয়। এখন বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে মাওলানা সা’দ আহমদ কান্ধলভী অনুসারী মুসল্লিরা অংশ নিচ্ছেন। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দ্বিতীয় পর্ব তথা বিশ্ব ইজতেমার ৫৮তম আসর।

বিআরইউ

Link copied!