Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫,

নীলফামারী মটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৫, ২০২৫, ০১:২৩ পিএম


নীলফামারী মটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

নীলফামারী জেলা বাস- মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ১৩ ফেব্রুয়ারি সংগঠনের প্রধান কার্যালয় সৈয়দপুরে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। এতে ২ হাজার ৪শ ২৬ জন ভোটারের মধ্যে ২ হাজার ৮০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারময়ান ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুর - ই - আলম সিদ্দিকী। নির্বাচনে ১৮ পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪৪ জন প্রার্থী। তবে কোষাধ্যক্ষ পদে মনসুর আলী এমাদী ও দপ্তর সম্পাদক পদে ইসরাইল গণি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে ৭৬১ ভোট পেয়ে জাহাঙ্গীর আলম সভাপতি নির্বাচিত হন। তিনি সৈয়দপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হারুনুর রশীদ প্রাপ্ত ভোট ৬১১।

কার্যকরী সভাপতি পদে দেলোয়ার হোসেন বাবলু ৮৫৯ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাফিজুল ইসলাম হাফিজ প্রাপ্ত ভোট ৭০০। সহ-সভাপতি পদে ছাইদুল ইসলাম নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী ৯০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তামহীদ হোসেন( দিপু) প্রাপ্ত ভোট ৮৩৯। যুগ্ম সাধারণ সম্পাদক পদে মমতাজ আলী ৯৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনিছুর রহমান পেয়েছেন ৭৩৯ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে আকবর আলী নির্বাচিত হয়েছেন।

সাংগঠনিক সম্পাদক পদে আশিকুর রহমান,প্রচার সম্পাদক পদে আব্দুল্লাহ জয়,সড়ক সম্পাদক (আন্ত:জেলা রুট) আব্দুল জলিল,সড়ক সম্পাদক (অভ্যান্তরীণ রুট) মো. স্বপন মিয়া,সমাজ কল্যাণ সম্পাদক জাহাঙ্গির আলম,সাংস্কৃতিক সম্পাদক পলাশ হোসেন, ক্রীড়া সম্পাদক মো. স্বপন হোসেন নির্বাচিত হন।

এছাড়া কার্যকরী সদস্য পদে ৩ জন, আইনুল হদা, শ্রী নিমাই চন্দ্র রায়,রবিউল ইসলাম নির্বাচিত হন। নির্বাচন যাতে সুষ্ঠু হয় সে জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়াও রাজনৈতিক দলের নেতারা সহযোগিতা করেন। ভোটগণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুর- ই - আলম সিদ্দিকী।

বিআরইউ
 

Link copied!