Amar Sangbad
ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫,

শমসের গাজী চর্চা কেন্দ্রের আত্মপ্রকাশ

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৫, ২০২৫, ০২:৪২ পিএম


শমসের গাজী চর্চা কেন্দ্রের আত্মপ্রকাশ

ফেনীতে ‘শমসের গাজী চর্চা কেন্দ্র’ এর আত্মপ্রকাশ হয়েছে।

শনিবার দুপুরে ফেনী প্রেসক্লাবের সংবাদ সম্মেলনে পলাশী যুদ্ধকালীন সময়ে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, সিলেট ও পার্বত্য চট্টগ্রামসহ ত্রিপুরার বিশাল অংশের শাসক বীরপুরুষ শমসের গাজী চর্চা কেন্দ্রের আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ হয়।

শমসের গাজী চর্চা কেন্দ্রের সমন্বয়কারী মুহাম্মদ ফজলুল হক সাংবাদিকদেরকে ‘শমসের গাজী চর্চা কেন্দ্র’ প্রতিষ্ঠার কারণ ব্যাখ্যা করেন।

এ সময় শমসের গাজী চর্চা কেন্দ্রের উপদেষ্টা পরিষদ ও ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করা হয়। কমিটির আহ্বায়ক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সাহিত্যিক কাজী মোস্তাক গাউছুল হক, সদস্যসচিব হয়েছেন শমসের গাজী চর্চা কেন্দ্রের সমন্বয়কারী ফজলুল হক।

উপদেষ্টামণ্ডলীর উল্লেখযোগ্যরা হচ্ছেন- সাবেক এমপি ও শমসের গাজীর উত্তরসূরি ওয়াদুদ ভূইয়া, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি প্রসেফর ড. মাইন উদ্দীন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক এজিএম নিয়াজ উদ্দিন, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দীন সবুজ, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার নুর মোহাম্মদ আজমী।

৪১ সদস্য বিশিষ্ট কমিটির যুগ্ম আহ্বায়ক হয়েছেন মোহাম্মদ ওমর ফারুক, ইকবালুল সাদিক ভূঞা ও সাইদুল ইসলাম। যুগ্ম সদস্য সচিব হলেন- আবিদুর রহমান, সৈকত ইকবাল, হাফিজ আহমেদ মিলন। মুখপাত্র হিসেবে রয়েছেন- শাহাদাত মাহমুদ সিদ্দিকী, সহ-মুখপাত্র- কবি স্বাধীন মুর্শিদ।

পর্যায়ক্রমে উপদেষ্টা পরিষদ ও কার্যকরী কমিটির সদস্য সংখ্যা বর্ধিত করা হবে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।
সংবাদ সম্মেলনে শমসের গাজী চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সাতটি দাবি তুলে ধরা হয়।

এ সময় লেখক, গ্লোবাল নলেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. ওমর ফারুক, সহকারী অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মারুফ ফাহিম, এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী শাহ আলম বাদল, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সংগ্রাম প্রতিনিধি একেএম আব্দুর রহিম, ফেনী রিডার্স ফোরামের মুখপাত্র কবি স্বাধীন মোর্শেদ, শহিদ নাজির আহমেদ স্মৃতি পরিষদের সদস্য সচিব সৈকত ইকবাল, মালিহা আক্তার ও ছালেহা রিপা প্রমুখ উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!