Amar Sangbad
ঢাকা শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫,

অভয়নগরে ভবদহের জলাবদ্ধতা অপসারণের দাবিতে মানববন্ধন

অভয়নগর (যশোর) প্রতিনিধি

অভয়নগর (যশোর) প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৫, ২০২৫, ০৩:৩৪ পিএম


অভয়নগরে ভবদহের জলাবদ্ধতা অপসারণের দাবিতে মানববন্ধন

ভবদহের জলাবদ্ধতা অপসারণের দাবিতে যশোরের অভয়নগরে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে।

শনিবার সকালে উপজেলার নওয়াপাড়া বাজারে ভবদহ পানি নিষ্কাশন ও কৃষিজমি রক্ষা জোটের উদ্যোগে এ মানববন্ধন করা হয়।

‘ভবদহের জল অপসারণের গুরুত্বপূর্ণ মাধ্যম আমডাঙ্গা খালের প্রশস্তকরণ এবং সংস্কারের কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করো’ এ স্লোগানে যশোর ইপিজেডের বর্জ্য অপসারণের জন্য তৈরি খাল আমডাঙ্গা খালের সাথে সংযুক্ত না করার দাবিতে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে ভবদহ জলাবদ্ধতা এলাকার শতশত মানুষ অংশগ্রহণ করেন।

ভবদহ পানি নিষ্কাশন ও কৃষিজমি রক্ষা জোটের আহ্বায়ক অধ্যক্ষ মতলেব সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এনজিও বেলার খুলনা বিভাগীয় সমন্বয়কারী মো. মাহফুজুর রহমান মুকুল। 
বিশেষ অতিথি ছিলেন জোটের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ বিশ্বাস, শিক্ষক প্রতিনিধি গোলাম মোস্তফা, পায়রা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফিরোজ আলম, সুন্দলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিকাশ মল্লিক, সিনিয়র সাংবাদিক সুনীল দাস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, শিল্পী গাজী ইকবল কবীর, চিন্ময় কুমার সহ বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!