ঝালকাঠি প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৫, ২০২৫, ০৪:১৫ পিএম
ঝালকাঠি প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৫, ২০২৫, ০৪:১৫ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামির নায়বে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, মানুষের তৈরি আইনে ভুল আছে ঐ আইন দিয়ে যদি দেশ চলে দেশে কোনদিন শান্তি প্রতিষ্ঠা হবে না। দীর্ঘ ৫৪ বছরের ইতিহাস যত সরকার এসেছে তারা কোন সরকার দেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই, জুলুম অত্যাচার বন্ধ করতে পারে নাই। এ জুলুম অত্যাচার বন্ধ করতে হয় তাহলে নির্ভুল আইন দরকার আর সেই নির্ভুল আইন আল্লাহর আইন। আল্লাহর আইন বাংলাদেশে যেদিন কায়েম হবে সেদিন বাংলাদেশ থেকে সকল অশান্তি পালিয়ে যাবে। মানুষের আইনে ভুল আছে আল্লাহর আইনে কোন ভুল নাই।
শনিবার ঝালকাঠি জেলা জামায়াতে ইসলামির কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান আরও বলেন, বাংলাদেশে যারা যারা ইসলামের পক্ষে কাজ করবে তাদের আমরা ঐক্যবদ্ধ করতে চাই। দেশে ইসলামি আইন কায়েম করতে হলে আগামী নির্বাচনে ইসলামিক দলগুলোকে এক হয়ে একটি ব্যালটে ভোট দিতে হবে।
শনিবার সকাল ১১টায় ঝালকাঠি ঈদগাহ মাঠে দীর্ঘ ২২ বছর পর জামায়াতে ইসলামির জেলা শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেছেন।
জেলা জামায়াত আমির অ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে এ সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াযযম হোসাইন হেলাল ও কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও বরিশাল মহানগরীর আমির জহির উদ্দিন মোহাম্মদ বাবর।
কর্মী সম্মেলনে অন্যান্যদের মধ্যে মধ্যে বক্তব্য দেন, জামায়াত ইসলামির কেন্দ্রীয় সদস্য এ.কে.এম ফকরুদ্দিন খান রাজি, জামায়াত ইসলামির কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ আব্দুল জব্বার, জামায়াত ইসলামির কেন্দ্রীয় সদস্য লস্কর মোহাম্মদ তসলিম ও ব্যবসায়ী বিভাগের সিনিয়র সহ-সভাপতি শেখ নির্মূল করিম, বিশিষ্ট রাজনীতিবিদ ও আলোচক ড. ফয়জুল হক।
২০০৩ সালের পরে দীর্ঘ ২২ বছর পর প্রকাশ্যে অনুষ্ঠিত হওয়া এই কর্মী সম্মেলনে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে এই কর্মী সম্মেলন সফল করেন।
ইএইচ