মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৫, ২০২৫, ০৫:১৬ পিএম
মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৫, ২০২৫, ০৫:১৬ পিএম
কুষ্টিয়ার মিরপুরে অপারেশন ডেভিল হান্টের পৃথক দুটি অভিযানে ২ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে ডিবি ও পুলিশ।
শনিবার দিবাগত রাতে ও দুপুরে মিরপুর উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে আওয়ামী লীগের ২ নেতাকে গ্রেপ্তার করে মিরপুর থানা পুলিশ ও ডিবি।
গ্রেপ্তার আসামিরা হলেন- মিরপুর উপজেলা ফুলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ও মিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম (৪৫) ও মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের নয়নপুর এলাকার আমলা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জহরুল হক আনুমানিক (৬০)।
পুলিশ সূত্রে জানা যায়, মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নে অভিযানে চালিয়ে নিজ বাড়ি থেকে নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তিনি নাশকতার সঙ্গে জড়িত ছিলেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
একই দিন দুপুরে ডিবি অভিযান চালিয়ে মিরপুর উপজেলা আমলা ইউনিয়নের নয়নপুর এলাকা থেকে জহুরুল ইসলাম নান্নুকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
নুরুল ইসলামকে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
ইএইচ