Amar Sangbad
ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫,

জমি সংক্রান্ত বিরোধে দু’পক্ষের সংঘর্ষে আহত ৮

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৫, ২০২৫, ০৫:২৪ পিএম


জমি সংক্রান্ত বিরোধে দু’পক্ষের সংঘর্ষে আহত ৮

কুষ্টিয়ার দৌলতপুরে জমি সংক্রান্ত বিরোধে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে দৌলতপুর ও কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার দুপুর ১টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন জামালপুর কান্দিরপাড়া গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, জামালপুর কান্দিরপাড়া গ্রামে বাড়ির জমি পরিমাপ করার সময় লস্কর আলী ও জামরুল ইসলামের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে একে অপরের ওপর হামলা চালায়। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়।

আহতদের মধ্যে নাজির (৫০) ও তার দুই ছেলে ইমন (১৮), সুমন (৩০), মৃত জৌলুসের রবকুল (৩৫) ও রনজিৎ (৩১) এবং জামরুল ইসলামের ছেলে মিঠুকে (৩২) উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ইমনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। সংঘর্ষের খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

সংঘর্ষের ঘটনায় দৌলতপুর থানার ওসি মো. নাজমুল হুদা বলেন, জামালপুর গ্রামে জমি জায়গা নিয়ে পরস্পর আত্মীয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।

ইএইচ

Link copied!