Amar Sangbad
ঢাকা শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫,

কুমারখালী প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

কুমারখালী প্রতিনিধি

কুমারখালী প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৫, ২০২৫, ০৫:৪১ পিএম


কুমারখালী প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নানা আয়োজনের মধ্যদিয়ে ঐতিহ্যবাহী কুষ্টিয়ার কুমারখালী প্রেসক্লাবের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষ্যে শনিবার সকালে কুমারখালী পৌর বাস টার্মিনাল থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।

এ সময় কুমারখালী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বকুল চৌধুরীকে (৬৭) সজ্জিত ঘোড়ায় চড়িয়ে বার্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।

শোভাযাত্রাটি বাসস্ট্যান্ড সংলগ্ন গোলচত্বর, স্টেশন বাজারসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর বাস টার্মিনাল চত্বরে এসে শেষ হয়।

পরে পৌর বাস টার্মিনাল চত্বরে এক আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কুমারখালী প্রেসক্লাবের সভাপতি খন্দকার লিপু আমিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ খানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর ও সাধারণ সম্পাদক জুবায়েদ রিপন, সাবেক সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু, উপজেলা জামায়াতের আমির আফতাব উদ্দিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা আফজাল হোসাইন, উপজেলা বিএনপির সদস্য সচিব লুৎফর রহমান, জেলা ও উপজেলার বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনের সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য প্রেসক্লাবের পক্ষ থেকে গুণীজন সংবর্ধনা প্রদান করা হয়।

ইএইচ

Link copied!