Amar Sangbad
ঢাকা রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫,

আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ২

আখাউড়া প্রতিনিধি

আখাউড়া প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৫, ২০২৫, ০৭:০৯ পিএম


আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ২

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার দুপুরে উপজেলার ফকিরমোড়া বিওপির আওতাধীন সীমান্ত পিলার (২০২২/৩)-এসের হীরাপুর নামক এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার মো. বাপ্পি ইসলাম (২৮) এবং একই এলাকার মোছা. সুমি বেগম (৩৩)।

আটকের বিষয়টি নিশ্চিত করে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ জানান, আটককৃতরা অবৈধভাবে দিল্লিতে চিকিৎসার উদ্দেশ্যে ভারতে প্রবেশ করছিল। এ সময় বিজিবির টহলদল তাদেরকে আটক করে।

আটককৃত অবৈধ বাংলাদেশি নাগরিকদের আখাউড়া থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

ইএইচ

Link copied!