পাবনা জেলা প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৫, ২০২৫, ০৭:২৮ পিএম
পাবনা জেলা প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৫, ২০২৫, ০৭:২৮ পিএম
পাবনা সাংবাদিক ফোরামের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনে মো. হাসান আলী সভাপতি এবং খালেদ আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এছাড়াও ১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি দুই বছরের জন্য নির্বাচিত হয়েছে।
শনিবার সকালে পাবনা ঢাকা মহাসড়কের এসোর্ট স্পেশালাইজড হসপিটালের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. হাসান আলী এবং সঞ্চালনা করেন খালেদ আহমেদ।
অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার রোটারিয়ান মো. জালাল উদ্দিনের কাছে আহ্বায়ক কমিটির পক্ষ থেকে ১৫ সদস্যবিশিষ্ট কমিটি জমা দেওয়া হয়। নির্বাচনের পর উপস্থিত সাধারণ পরিষদের ভোটে কমিটি গঠন করা হয়।
নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি আমিনুর রহমান খান, সহ সাধারণ সম্পাদক শফিক ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন বিন কাসেম, অর্থ সচিব রেহেনা পারভীন, তথ্য ও গবেষণা সম্পাদক ড. মনছুর আলম, কল্যাণ সম্পাদক ড. আল আমিন, প্রচার সম্পাদক মিজানুর রহমান প্রিন্স, দপ্তর সম্পাদক আব্দুল আজীজ হুমায়ুন, এবং নির্বাহী সদস্য হিসেবে রোকন বিশ্বাস, হাবিবুল্লাহ ইবনে হোসেন শশী, সুবাহান মারুফ, মমিন হোসেন সাগর, হৃদয় হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে টাইমস অব পাবনার সম্পাদক শিশির ইসলাম ও নিউজ পাবনার সত্ত্বাধিকারী ফয়সাল মাহমুদ পল্লব আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন।
সভা শেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের টাইমস অব পাবনার পক্ষ থেকে কলম এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ক্যালেন্ডার উপহার দেওয়া হয়।
বিশিষ্ট ব্যক্তিরা নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন ও ফুলের শুভেচ্ছা জানান।
ইএইচ