Amar Sangbad
ঢাকা রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫,

ভাষা শহীদ সালামের গ্রামে হাতের লেখা প্রতিযোগিতা

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৫, ২০২৫, ০৭:৩১ পিএম


ভাষা শহীদ সালামের গ্রামে হাতের লেখা প্রতিযোগিতা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদ আবদুস সালামের নিজ গ্রাম ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের সালাম নগরে শিশুদের সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে ভাষা শহীদ সালাম স্মৃতি পরিষদের আয়োজনে প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল ও মাদরাসার শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

ভাষা শহীদ সালাম স্মৃতি পরিষদের সভাপতি সাংবাদিক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফজলুল্লাহ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোক্তার হোসেইন।

বিশেষ অতিথি ছিলেন প্রবীণ সাংবাদিক ও মুক্তিযোদ্ধা আবু তাহের, ভাষা শহীদ আবদুস সালামের ছোট ভাই সুবেদার (অব.) আব্দুল করিম।

বক্তব্য দেন- সাংবাদিক ইউনিয়ন ফেনীর সাধারণ সম্পাদক মিজানুর রহমান, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ তাহের পন্ডিত, জেলা যুবদলের সদস্য নাসির উদ্দিন, সাবেক মেম্বার সদস্য হারিছ আহমদ পেয়ার প্রমুখ।

পরে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন অতিথিরা।

ইএই

Link copied!