Amar Sangbad
ঢাকা রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫,

জাবি ভর্তি পরীক্ষায় ১ম ও ৭৬তম যমজ বোন

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৫, ২০২৫, ০৭:৩৬ পিএম


জাবি ভর্তি পরীক্ষায় ১ম ও ৭৬তম যমজ বোন

যমজ বোন আফসানা ও শাহানা দেখতে প্রায় একসামান্য। জন্মের পর থেকেই একসঙ্গে বেড়ে ওঠা এই দুই বোন উচ্চমাধ্যমিক পর্যন্ত একই প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন এবং সমান মেধাবী। প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত সকল পরীক্ষাতেই পেয়েছেন জিপিএ-৫।

সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভর্তি পরীক্ষায় সাফল্য দেখিয়েছেন তারা। আফসানা ভর্তি পরীক্ষায় ‘ডিথ ইউনিটে’ প্রথম এবং শাহানা ‘এথ ইউনিটে’ ৭৬তম হয়েছেন।

টাঙ্গাইল সখীপুর উপজেলার ৩নং ওয়ার্ডের মিলপাড় এলাকার এই দুই বোন, সামিয়া জাহান আফসানা ও সাদিয়া জাহান শাহানা, শিক্ষক দম্পতি মো. আল-আমীন ও আফিয়া আক্তারের মেয়ে। তারা ২০০৬ সালে জন্মগ্রহণ করেন।

এর আগে, স্কুল জীবনেও সখীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে এসএসসি ও কুমুদিনী সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা পাস করেন। তাদের জন্মকালীন চেহারা এবং পরবর্তী স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ফলাফলেও অবাক হওয়ার মতো মিল দেখা যায়।

সামিয়া জাহান আফসানা বলেন, “আমরা ছোটবেলা থেকেই প্রায় এক রকমভাবে বড় হয়েছি। আমাদের দুজনেরই স্বপ্ন চিকিৎসক হওয়া। এমবিবিএস ভর্তি পরীক্ষায় আমরা ওয়েটিং আছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।”

তাদের বাবা, বড়চওনা কুতুবপুর কলেজের অধ্যাপক আল-আমীন মিয়া বলেন, “সন্তানের সাফল্য বাবাকে সবসময় আনন্দিত করে। আমার যমজ দুই মেয়ে স্কুল ও কলেজের পর এবার একই বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, এতে আমি ভীষণ খুশি। তবে তাদের স্বপ্ন চিকিৎসক হওয়া। মেডিকেল ভর্তি পরীক্ষায় তারা ওয়েটিংয়ে আছে। সবাই আমার সন্তানের জন্য দোয়া করবেন।”

ইএইচ

Link copied!