ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৫, ২০২৫, ০৭:৩৯ পিএম
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৫, ২০২৫, ০৭:৩৯ পিএম
বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে টাঙ্গাইলের ভূঞাপুরে কৃষকদলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে গোবিন্দাসী ইউনিয়ন পরিষদ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গোবিন্দাসী ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. শরিফুল ইসলাম শরিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দারাজের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা কৃষকদলের সদস্য সচিব শামীমুর রহমান (ভিপি)।
বিশেষ অতিথি ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা, সিনিয়র সহ-সভাপতি ফরহাদুল ইসলাম শাপলা, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু, মো. আলম মন্ডল, উপজেলা কৃষক দলের আহ্বায়ক নাজিমুল ইসলাম নুরু, সদস্য সচিব আরিফুল ইসলাম রফিক, গোবিন্দাসী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হাফিজুর রহমান শাহীন, সাধারণ সম্পাদক মাকসুদ জামিল মিন্টু, যুগ্ম সম্পাদক শিবলী সাদিক, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সহ-সাংগঠনিক সম্পাদক কামরুল প্রামাণিক, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মাসুদ রানা, ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক জুয়েল মন্ডল সহ ইউনিয়ন বিএনপি, কৃষক দল, মহিলা দল, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইএইচ