Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫,

ফেনীতে বিএনপির জনসভাকে ঘিরে নেতাকর্মীরা উজ্জীবিত

মুহাম্মদ মিজানুর রহমান, ফেনী

মুহাম্মদ মিজানুর রহমান, ফেনী

ফেব্রুয়ারি ১৬, ২০২৫, ০১:৪৬ পিএম


ফেনীতে বিএনপির জনসভাকে ঘিরে নেতাকর্মীরা উজ্জীবিত

নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিসহ চার দফা দাবিতে ফেনীতে জনসভার আয়োজন করেছে জেলা বিএনপি। রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ২টায় শহরের ঐতিহাসিক মিজান ময়দানে এ জনসভা অনুষ্ঠিত হবে। 

এতে প্রধান অতিথি থাকবেন, দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাউদ্দিন আহমেদ। জনসভাকে ঘিরে বিএনপি নেতাকর্মীরা এখন উজ্জীবিত।

জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জানান, দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবিতে, আইনশৃঙ্খলার উন্নতি, পতিত স্বৈরাচারের দোসরদের বিচার এবং দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে বিশাল জনসভার কর্মসূচি ডাকা হয়েছে।

জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী জানান, জনসভাকে ঘিরে জেলাজুড়ে দলীয় নেতাকর্মীদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। দীর্ঘদিন পর এমন কর্মসূচি পেয়ে নেতাকর্মীরা উজ্জীবিত।

তিনি বলেন, প্রথমদিকে জনসভাটি শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে হওয়ার কথা থাকলেও জনসমাগমে জনদুর্ভোগের কথা বিবেচনা করে মিজান ময়দানে স্থানান্তর করা হয়েছে। জনসভায় হাজার হাজার লোকের সমাবেশ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এদিকে জনসভাকে ঘিরে গতকাল শনিবার বিকালে শহরে যুবদলের আহবায়ক নাসির উদ্দিন খন্দকার ও সদস্য সচিব নঈম উল্যাহ চৌধুরী বরাতের নেতৃত্বে নেতাকর্মীরা লিফলেট বিতরণ করে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানিয়ে রাতে ছাত্রদল সভাপতি সালাউদ্দিন মামুনের নেতৃত্বে শহরে আরেকটি মিছিল বের হয়।

বিআরইউ

Link copied!