Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫,

আজমিরীগঞ্জে চলছে মাটিকাটার মহোৎসব, কৃষি জমিতে ভিট নির্মাণ

আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:

আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:

ফেব্রুয়ারি ১৬, ২০২৫, ০১:৫৬ পিএম


আজমিরীগঞ্জে চলছে মাটিকাটার মহোৎসব, কৃষি জমিতে ভিট নির্মাণ

আজমিরীগঞ্জ উপজেলা জলসূখা পাটুলীপাড়া সংলগ্ন কৃষি জমিতে এক্সলেভটর দিয়ে মাটি কেটে ভিট নির্মাণ করেছে একটি অবৈধ মাটি খেকোচক্র। উপজেলা প্রশাসনের নাকের ডগায় চলেছে এই সব অপকর্ম। দীর্ঘদিন যাবত চলছে মাটি কাটার হিড়িক। 

অপরদিকে জলসূখা কাকদাইর ফসলি জমির মাটি কেটে এক্সলেভটর দিয়ে দীর্ঘদিন যাবত মাটি বিক্রি করছে বিভিন্ন প্রান্তে।

জানা যায়, আজমিরীগঞ্জ জলসূখায় পাটুলীপাাড়া হাওর, ও কাকদাইরে এক্সলেভটর দিয়ে মাটি কাটছে দীর্ঘদিন যাবত এই বিষয়ে আজমিরীগঞ্জ প্রশাসন কোন ব্যবস্থা নেয় না। যার কারণে মাটি খেকো চক্র আজমিরীগঞ্জ উপজেলার বিভিন্ন প্রান্তে ধুমধাম মাটি বিক্রি করছে।

আরো জানা যায়, ১ ট্রলি মাটি ৬০০থেকে ৭০০টাকা, ১ ট্রাক মাটি ১৮০০ থেকে ২০০০ হাজার টাকা ধরে বিভিন্ন স্থানে মাটি ফেলে মাটি খেকো চক্র। এতে করে অনেকে লাভবান হওয়া যায় সেক্ষেত্রেই মাটি ও বালুখেকো চক্র এই অপকর্মে জড়িত হচ্ছে। আজমিরীগঞ্জ উপজেলা প্রশাসনের নীরব ভূমিকা পালন করায় মাটি খেকো চক্র বেপরোয়া হয়ে পড়েছে। দ্রুত প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা না নিলে ফসলি জমি এইভাবে প্রতিনিয়ত বিনষ্ট হবে। বন্ধ হবেনা মাটি কাটার মহোৎসব।

এই বিষয়ে আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নিবিড় রঞ্জন তালুকদার বলেন, আইন অনুযায়ী আমরা ব্যবস্থা নিবো।

বিআরইউ

Link copied!