ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি :
ফেব্রুয়ারি ১৬, ২০২৫, ০২:০৩ পিএম
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি :
ফেব্রুয়ারি ১৬, ২০২৫, ০২:০৩ পিএম
জামালপুরের ইসলামপুরে পুলিশের হাতে আটক হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং শেখ রাসেল শিশু কিশোর ক্রীড়াচক্রের সভাপতি ইমরান চৌধুরী আকাশ (২৪)। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বেরোবির শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। এ ছাড়া তিনি সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলারও এজাহারভুক্ত আসামি।
গতকাল শনিবার দিবাগত গভীর রাতে ডেভিল হান্ট অপারেশনে বিশেষ অভিযান চালিয়ে নিজ বসতবাড়ি থেকে তাঁকে আটক করে ইসলামপুর থানা-পুলিশ।
রোববার (১৬ ফেব্রুয়ারি) আটক ইমরান চৌধুরী আকাশকে ইসলামপুর থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে জামালপুর আদালতে সোপর্দ করবে পুলিশ।
আটক ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশ ইসলামপুর উপজেলা ছাত্রলীগের ১ নম্বর সদস্য পদেও দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি ইসলামপুর সদর ইউনিয়নের গংগাপাড়া গ্রামের শাহে নেওয়াজ চৌধুরীর ছেলে।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন,`আটক ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশ আবু সাঈদ হত্যার এজাহারভুক্ত আসামি। তাঁকে গত ১৪ জানুয়ারি নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের স্থানীয় ৩২ নেতা-কর্মীর নামোল্লেখে সন্ত্রাসবিরোধী আইনে ইসলামপুর থানায় দায়ের করা মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।`
বিআরইউ