চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
ফেব্রুয়ারি ১৬, ২০২৫, ০২:০৮ পিএম
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
ফেব্রুয়ারি ১৬, ২০২৫, ০২:০৮ পিএম
কুড়িগ্রামের চিলমারীতে অপারেশন ‘ডেভিল হান্ট’ পরিচালনায় ফ্যাসিস্ট সরকারের অন্যতম দোসর মিজানুর রহমান মুকুল (৫৩) কে গ্রেফতার করেছে চিলমারী মডেল থানা পুলিশ।
গতকাল শনিবার সন্ধ্যায় জোড়গাছ নতুন বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মুশাহেদ খান।
গ্রেফতারকৃত ব্যক্তি ৪নং রমনা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জোড়গাছ বাজার নালারপাড় এলাকার মৃত আব্দুল হান্নানের ছেলে।
পুলিশ জানিয়েছেন, সারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারী ও তাদের সহযোগীদের গ্রেফতারের পাশাপাশি অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধারে দেশব্যাপী চলমান অপারেশন ‘ডেভিল হান্ট’ এর অংশ হিসেবে কুড়িগ্রামের চিলমারীতে অভিযান অব্যাহত রয়েছে।
চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মুশাহেদ খান বলেন, গতকাল বিশেষ অভিযান চালিয়ে করে তাকে গ্রেফতার করে সকালে আসামিকে কুড়িগ্রাম বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
বিআরইউ