চৌগাছা (যশোর) প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৬, ২০২৫, ০৩:১৪ পিএম
চৌগাছা (যশোর) প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৬, ২০২৫, ০৩:১৪ পিএম
যশোরের চৌগাছায় বিশেষ অভিযানে এক কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছেন থানা পুলিশ।
শনিবার রাতে চৌগাছা থানার চার্জ অফিসার (তদন্ত ওসি) কামাল হোসেনের নেতৃত্বে এসআই মেহেদী হাসান মারুফসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালান।
অভিযানের স্থান ছিল চৌগাছা উপজেলার স্বরুপদাহ ইউনিয়ন ও মহেশপুর থানার মান্দারবাড়ীয়া ইউনিয়নের মধ্যবর্তী কমলাপুর গ্রামের রাস্তার পাশে।
আটককৃত ব্যক্তির নাম আশিক আহম্মদ (২৪)। তিনি যশোরের চৌগাছা থানার কাঁকুড়িয়া গ্রামের আহম্মদ আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত ১১টায় অভিযান চালিয়ে আশিককে আটক করা হয় এবং তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে চৌগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের মূল হোতাদের গ্রেপ্তারে চৌগাছা থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
ইএইচ