Amar Sangbad
ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫,

সাঘাটায় ভিডিপি প্রশিক্ষণের তৃতীয় ধাপ শুরু

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৬, ২০২৫, ০৩:২৩ পিএম


সাঘাটায় ভিডিপি প্রশিক্ষণের তৃতীয় ধাপ শুরু

গাইবান্ধার সাঘাটা উপজেলায় গ্রামভিত্তিক ভিডিপি (গ্রাম প্রতিরক্ষা বাহিনী) পুরুষ ও মহিলা মৌলিক প্রশিক্ষণের তৃতীয় ধাপের উদ্বোধনী অনুষ্ঠান রোববার সকাল ১১টায় ভরতখালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিল্যান্ড মনোরঞ্জন বর্মন এবং সভাপতিত্ব করেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোছা. সাহেনা খাতুন।

এছাড়া ভরতখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন মণ্ডল, উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক উত্তম কুমার দেবনাথ ও ফাতেমাতুজ জহুরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আনসার ও ভিডিপির অন্যান্য সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

এই প্রশিক্ষণের মাধ্যমে ভিডিপি সদস্যরা নিরাপত্তা ও দক্ষতা বৃদ্ধির বিভিন্ন মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করবেন, যা স্থানীয় পর্যায়ে নিরাপত্তা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইএইচ

Link copied!