নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৬, ২০২৫, ০৩:৫০ পিএম
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৬, ২০২৫, ০৩:৫০ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অপারেশন ডেভিল হান্টের অভিযানে গত ২৪ ঘণ্টায় মজনু মিয়া (৫২) ও দানু ভূঁইয়া (৫০) নামে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ নিয়ে নাসিরনগরে গত পাঁচ দিনে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার গভীর রাতে অভিযান চালিয়ে ২ জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম।
আটক মজনু মিয়া বুড়িশ্বর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মঙ্গল মিয়ার ছেলে এবং ওই ইউনিয়নের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, আর দানু ভূঁইয়া সদর ইউনিয়নের কুলিকুন্ডা গ্রামের মৃত আব্দুল করিম ভূঁইয়ার ছেলে ও সদর ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক।
অপারেশন ডেভিল হান্ট অভিযানে গত পাঁচ দিনে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া অন্য আসামিরা হলেন—বুড়িশ্বর ইউনিয়নের ভোলাউক গ্রামের হাজী টুকু মিয়ার ছেলে ও বুড়িশ্বর ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফরিদ মিয়া (৬০), বুড়িশ্বর ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও আশুরাইল গ্রামের মৃত জমাধর আলীর ছেলে মো. রুহুল আমিন (৫৮), এবং হরিপুর ইউনিয়ন আ.লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও হরিপুর গ্রামের মৃত মজু মিয়ার ছেলে মো. আউস মিয়া (৪৪)।
অপারেশন ডেভিল হান্ট অভিযানে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম জানান, "আজকে দুই জনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত ৫ দিনের অভিযানে এখন পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।"
ইএইচ