মহুয়া জান্নাত মনি, রাঙামাটি
ফেব্রুয়ারি ১৬, ২০২৫, ০৪:১৫ পিএম
মহুয়া জান্নাত মনি, রাঙামাটি
ফেব্রুয়ারি ১৬, ২০২৫, ০৪:১৫ পিএম
বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় তারুণ্যের অবদানের স্মরণে রাঙামাটি পার্বত্য জেলার আহত ছাত্রদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল সাড়ে ১০টায় রাঙামাটি জেলা পরিষদের ব্যবস্থাপনায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের এনেক্স ভবনের সভাকক্ষে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" প্রতিপাদ্য নিয়ে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে জুলাই-আগস্ট অভ্যুত্থানে আহতদের আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এ অনুষ্ঠানে চেক বিতরণ করা হয়।
আলোচনা সভা শেষে জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার উপস্থিত থেকে সম্মাননা স্মারক ও চেক তুলে দেন।
পরিষদের নির্বাহী কর্মকর্তা নুরুদ্দিন মুহাম্মদ শিবলী নোমানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য দেব প্রসাদ দেওয়ান, বরুন বিকাশ দেওয়ান, বৈশালী চাকমা, মো. হাবীব আজম, মিনহাজ মুরশীদ, লুৎফুন্নেসা বেগম, প্রণতি রঞ্জন খীসা, ড্যানিয়েল লাল মুয়ান সাং পাংখোয়া, প্রতুল চন্দ্র দেওয়ান, সাগরিকা রোয়াজা, নাইউ প্রু মারমা, রাঙাবী তঞ্চঙ্গ্যা, দয়াল দাশ, ক্যওসিংমংসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাঙামাটির নেতারা।
ইএইচ