Amar Sangbad
ঢাকা শনিবার, ২৯ মার্চ, ২০২৫,

কুড়িগ্রামে বিদেশ প্রত্যাগত অভিবাসী প্রকল্পের অবহিতকরণ সভা

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৬, ২০২৫, ০৫:২৫ পিএম


কুড়িগ্রামে বিদেশ প্রত্যাগত অভিবাসী প্রকল্পের অবহিতকরণ সভা

‘প্রত্যাগত অভিবাসী ফিরে এলেও পাশে আছি’ এ স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এবং রেইজ প্রকল্পের কার্যক্রম অবহিতকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে কুড়িগ্রাম জেলা প্রশাসন ও রংপুর ওয়েলফেয়ার সেন্টারের আয়োজনে জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক, যুগ্ম সচিব এ.টি.এম. মাহবুব উল করিম।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়ের সভাপতিত্বে বক্তব্য দেন- জেলা সমাজসেবা উপ-পরিচালক মো. হুমায়ুন কবির, কুড়িগ্রাম আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ নূর বখত, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মো. আইনুল হক, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। সঞ্চালনায় ছিলেন ওয়েলফেয়ার সেন্টার, রংপুরের সহকারী পরিচালক মো. আতাউর রহমান।

এ সময় প্রধান অতিথি প্রকল্পের আওতায় বিদেশ প্রত্যাগত অভিবাসীদের জন্য প্রাপ্ত সুবিধাগুলো বর্ণনা করেন। একইসঙ্গে তিনি ফ্রি ভিসা নিয়ে বিদেশ গমনের বিপদ সম্পর্কে সতর্ক করেন। তিনি বলেন, “ওয়ার্ক পারমিট ছাড়া বিদেশে গেলে অনেককে বিড়ম্বনাসহ মৃত্যুর ঝুঁকিতে পড়তে হয়।”

ইএইচ

Link copied!