শাহজাহান সেলিম বুলবুল, সিলেট ব্যুরো
ফেব্রুয়ারি ১৬, ২০২৫, ০৫:২৮ পিএম
শাহজাহান সেলিম বুলবুল, সিলেট ব্যুরো
ফেব্রুয়ারি ১৬, ২০২৫, ০৫:২৮ পিএম
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পার্শ্ববর্তী টিলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের সূত্রপাত এখনও নিশ্চিত হওয়া যায়নি।
রোববার দুপুর দেড়টার দিকে বিমানবন্দরের প্রবেশ পথের পুলিশ ফাঁড়ির পাশের টিলায় আগুন লাগে।
বিমানবন্দর সূত্রে জানা যায়, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশ পথের পুলিশ ফাঁড়ির পার্শ্ববর্তী বামদিকের টিলায় রবিবার বেলা দেড়টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে, এ অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার বেলাল আহমদ জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে তালতলা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ও বিমানবন্দর ফায়ার সার্ভিসের ১টি ইউনিট এক ঘণ্টা কাজ করেছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে আগুনের সূত্রপাত নিশ্চিত করা যায়নি।
ইএইচ