Amar Sangbad
ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫,

মেলান্দহে উন্মুক্ত সাঁতার প্রতিযোগিতা

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৬, ২০২৫, ০৬:৫৩ পিএম


মেলান্দহে উন্মুক্ত সাঁতার প্রতিযোগিতা

জামালপুরের মেলান্দহ উপজেলায় উন্মুক্ত সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকাল ৩টায় উপজেলার ফুলকোঁচা ইউনিয়নের গোদাডাঙা বিলে এ সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ফুলকোঁচা যুব ঐক্য সংগঠনের আয়োজনে এতে উপজেলার বিভিন্ন এলাকার ২৪ জন সাঁতারু প্রতিযোগিতায় অংশ নেন।

সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলকোঁচা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক গিয়াস উদ্দিন আহমদ, সঞ্চালনা করেন ফুলকোঁচা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুলতান আহমদ এবং উদ্বোধন করেন মেলান্দহ উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক মিনহাজ উদ্দিন বাবু।

এ সময় ৪টি ধাপে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, প্রতিটি ধাপে ৬ জন করে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে ৪ জন বিজয়ী (১ম, ২য়, ৩য় ও ৪র্থ) ঘোষণা করে পুরস্কৃত করা হয়।

সাঁতার প্রতিযোগিতা দেখতে আসা শিক্ষার্থী সুমাইয়া আক্তার বলেন, ‘আমার বয়সে এমন সাঁতার প্রতিযোগিতা কখনও দেখিনি। টিভি এবং ইউটিউবে দেখেছি, আজকে প্রথম দেখলাম, সত্যিই অনেক ভালো লাগছে।’

আয়োজক কমিটির সদস্য আনন্দ বাবু বলেন, ‘আমরা যুবসমাজের উদ্যোগে এ আয়োজন করেছি। মানুষের সাড়া পেয়েছি ভালো, আগামী দিনে আরও বড় আয়োজনের চিন্তা রয়েছে আমাদের।’

ইএইচ

Link copied!